ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরিণটানা থানা পুলিশ ৮ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কৈয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি আসাদুল ইসলাম (২৫), পিতা-মোঃ আরশাদ আলী গাজী, সাং-বাগানবাড়ি, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



















