পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
প্রশাসন জানায়, এসব জাল ব্যবহারের ফলে স্থানীয় মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। পাশাপাশি এসব জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে দেখা দেয় জলাবদ্ধতা ও কৃষিকাজে ব্যাঘাত।
অভিযান চলাকালে জালে আটকে থাকা বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী উদ্ধার করে পুনরায় প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ জাল ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, “জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
এ সময় উপস্থিত স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।