ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৭ মে ২০২৫ তারিখ দুপুরে জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে ৩ টি মামলায় ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৪০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোস্তফা জাহিদ, পিতা-মৃতঃ শেখ নুরুল ইসলাম(খোকা), সাং-চরেরহাট, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাগুলো হলোঃ
১। ৩১৩সি/২০১৬(কোতোয়ালী), দায়রা মামলা নং-১১১/২০১৭, ধারা-১৮৮১ সালের এন আই এ্যাক্ট-১৩৮ বর্নিত মামলা
২। ৩১৪সি/২০১৬(কোতোয়ালী), দায়রা মামলা নং-১১২/২০১৭, ধারা-১৮৮১ সালের এন আই এ্যাক্ট-১৩৮ বর্নিত মামলা
৩। ৩৮০সি/২০১৫(কোতোয়ালী), দায়রা মামলা নং-৭১১/২০১৬, ধারা-১৮৮১ সালের এন আই এ্যাক্ট-১৩৮ বর্ণিত মামলা।