কিশোরগঞ্জ প্রতিনিধি।।
দৈনিক ভোরের ডাক পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. মোকাররম হোসেন ভূঞা এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল হমিদ ভূঞার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৮ এপ্রিল মঙ্গলবার তাড়াইল উপজেলার ‘ঘোষপাড়া জামে মসজিদে’ বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।
মো. আবদুল হামিদ ভূঞা ১৯৩২ সালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতাল ঢাকায় মৃত্যুবরণ করেন।