ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার হোমনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ মামলার আসামী মো. আকাশ প্রকাশ কালা ডাকাতকে(২৮) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
সোমবার ২৫ ন়ভেম্বর এসআই ( নিরস্ত্র) আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটিকালে বিশেষ অভিযান পরিচালনা করে হোমনা থানাধীন ভঙ্গারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মো. জজ মিয়ার ছেলে।
হোমনা থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাবেদ উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ গ্রেফতার আকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি এবং অস্ত্রসহ ৮ টি মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’