মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তি সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিরতণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান হুমায়ুন খাঁন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
বাংলাদেশ বিশেষ শিক্ষা ইন্সটিটিউট এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
জানা গেছে, বিগত সময় থেকে অদ্যাবধি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তি সমাজ কল্যাণ সংস্থা’টি নানা উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন দুর্যোগে জনসাধারণের পাশে থেকে সহযোগিতা করে আসছে।