crimepatrol24
১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটের ভর্নাপাড়া রাস্তাটি এখন মরণ ফাঁদ, দেখার কেউ নেই!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
খানা-খন্দকে ভরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়া থেকে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিং। রাস্তাটির বেহাল অবস্থা হয়ে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। এ যেন দেখার কেউ নেই। রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। গত ৪ বছর আগে ৪ কিলোমিটার কাঁচা রাস্তায় ইট বসানো হয়। তারপর আর রাস্তাটি সংস্কার করা হয়নি।
রাস্তাটিতে ঝুঁকি নিয়ে যনবাহনে চলাচল করছে মানুষ। ব্যস্ততম এই রাস্তা দিয়ে শতাধিক ইজিবাইক, মেসি,ট্রলি,ব্যাটারি চালিত ভ্যান, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। যানবাহনগুলো প্রতিয়িত নষ্ট হচ্ছে। অতীব জরুরীভাবে রাস্তাটি সংস্কারের দাবী এলাকা বাসীর।

বর্তমানে রাস্তাটির বেহাল দশা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। জন সাধারণের দুর্ভোগের সীমা নেই।এতে প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়ার করতোয়া নদী রাস্তার ব্রিজ হতে ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয় রাস্তার মোড় হয়ে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিংযুক্ত রাস্তাটির জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে ও ধসে গেছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় খানা-খন্দে পানি জমে থাকে। চলতি বর্ষা মৌসুমে অবস্থা আরোও করুণ। যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভর্নাপাড়া ও মগলিশপুর গ্রামের একাধিক ব্যক্তি ক্রাইম পেট্রোল২৪.কম প্রতিনিধিকে জানান, ভাঙা ও ধসে যাওয়া রাস্তায় মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চালিয়ে যাওয়াও ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে।
বিশেষকরে রাস্তাটির এজামের বাড়ির পার্শ্বে, হাই স্কুল পর্যন্ত এবং মগলিশপুর সারার দিঘি,করিমের বাড়ীর পূর্ব পার্শ্বে ভেঙ্গে যাওয়ায় এতে করে মাঝে মধ্যেই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
ভর্নাপাড়া ও মগলিশপুর গ্রামের বাসিন্দাসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও আশপাশের গ্রামের জনসাধারণের চলাচলে এই রাস্তাটিই ভরসা।

উপজেলার রাণীগঞ্জ হাটে মানুষের উৎপাদিত কাঁচা তরিতরকারি ও মালামাল যানবাহনে করে নিয়ে যাওয়ার এক মাত্র ভরসা রাস্তাটির বেহাল দশা হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।

এছাড়া কোনো অসুস্থ রোগী নিয়ে রাস্তাটি দিয়ে যাওয়া যায় না। ৫ থেকে ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে এ রাস্তা দিয়ে।এছাড়াও শিক্ষার্থীদের স্কুল- কলেজে যাওয়া আসার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী দ্রুত সংস্কার দেখতে চায় রাস্তাটির।

এ বিষয়ে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ সাজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন, ‘উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়ার করতোয়া নদী রাস্তার ব্রিজ হতে ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয় রাস্তার মোড় হয়ে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিং এর রাস্তাটির জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে ও ধসে গেছে। এ রাস্তাটি দ্রুতই পুনরায় সংস্কার করা হবে।’

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ গোলাম রব্বানী বলেন, ‘এই রাস্তা দিয়ে ভারী যানবাহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ কারণে মানুষের চলাচলে সমস্যার সীমা নেই।তবে ভর্নাপাড়া গ্রামে আফতাব মাষ্টার, তসলিম উদ্দিন (তসির মেম্বর),সোলায়মান মেম্বরের পুকুর সংলগ্ন রাস্তা,এজামের বাড়ির পার্শ্বে,সারার দিঘি ও করিমের পূর্ব রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় এতে করে মাঝে মধ্যেই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

নাসিরনগরে কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হরিণাকুন্ডুতে এডিবি ও কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি, চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

হোমনায় শেখ রাসেল দিবসে সব শিশুর নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়

সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রা’ণহানি, হাসপাতালে ভর্তি ১১৩৪

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে পরিবেশদূষণকারী অবৈধ কারখানা বন্ধ, ৮০ হাজার টাকা জরিমানা

নাসিরনগরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

বেরোবি’র উপাচার্যের অনিয়ম তদন্তে ইউজিসি টিম

হোমনায় ধর্ষণে অন্তঃসত্তা ৪র্থ শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব জটিলতায় মৃত্যু