আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সংস্থা নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি,উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ,সকল সরকারি-বেসরকারি ভবনে,ব্যবসা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোনাব্বর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,অফিসার ইনচার্জ(ওসি)মো: সোহাগ রানা,বীর মুক্তিযোদ্ধা মো: সোহরাব মোল্লা ও কার্ত্তিক চন্দ্র দাস।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,বীর মুক্তিযোদ্ধা কাজী তৌহিদ আলী,সাবেক এমপি মরহুম সৈয়দ মোর্শেদ কামালের সহধর্মীনি আয়েশা বুলবুল,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।