মো. ইব্রাহিম খলিল:
কুমিল্লার হোমনা থানা পুলিশের মার্চ,২০২৩ সালের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনটি আভিযানিক দলকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
আজ বৃহস্পতিবার কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার) তার কার্যালয়ে আভিযানিক দলকে এ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, হোমনা থানা পুলিশ মার্চ মাসে পৃথক অভিযানে ৮০কেজি গাঁ,জাসহ দু’জন আসামি গ্রেফতার ও একটি প্রাইভেটকার জব্দ, ৬০ কেজি গাঁ’জাসহ একটি প্রাইভেটকার জব্দ, ১৫ হাজার ৬০০ পিস ই’য়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করে।
সর্বোপরি মার্চ মাসে হোমনা থানা পুলিশ ২১০ কেজি গাঁজা ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করায় পুলিশ সুপার, কুমিল্লা হোমনা থানাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। এতে রয়েছে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ।
হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘যে কোনো পুরস্কার কর্মস্পৃহা বৃদ্ধি করে। আমি মনে করি, এ পুরস্কার পুলিশ সদস্যদের ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি মাননীয় আইজিপি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে হোমনা থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’