দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিকলীগের যৌথ আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, জেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক , সংগীত নিকেতনের পরিচালক এম এ হাই, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ, মহিলা আওয়ামীলীগের আহবায়ক শিউলী চৌধুরী , উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী ও মহিলা শ্রমিকলীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ ,যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান বিল্লাল হোসেন, রামগোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কামরুন্নার বেগম ও সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা করা হয় এবং অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ।