crimepatrol24
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৬ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৬ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের

 

সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় ক্ষুব্ধ শিক্ষক সমাজ

 

 

 

মো. ইব্রাহিম খলিলঃ

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক-কর্মচারী ৬ দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গত ২৪ জানুয়ারি, ২০২৩ খ্রি. থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়ে আসছে।

আজ বুধবার কর্মসূচির ষষ্ঠ দিন অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা নেতারা চরমভাবে ক্ষুব্ধ । আজ কর্মসূচির দিনে ১১ জন শিক্ষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি- বেসরকারি শিক্ষকদের যোগ্যতা, শিক্ষাক্রম ও কর্মঘণ্টাসহ সকল দায়-দায়িত্ব একই রকম হওয়া সত্বেও আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে দেশের এমপিওভুক্ত প্রায় ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে বিরাজমান বৈষম্যগুলো হলো- সরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া পান মূলবেতনের ৪০-৫০% আর এমপিওভুক্ত বে শিক্ষকরা পান মাত্র ১ হাজার টাকা, সরকারি শিক্ষকরা মূলবেতনের সমপরিমাণ দু’টি উৎসব ভাতা পেয়ে থাকেন আর এমপিওভুক্ত শিক্ষকরা পান মূলবেতনের ২৫%, সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা পান ১ হাজার ৫শ’ টাকা আর এমপিওভুক্ত শিক্ষকরা পান মাত্র ৫শ’ টাকা। এছাড়াও, সরকারি শিক্ষকদের রয়েছে বদলি, পদোন্নতি ও পেনশন সুবিধা। অথচ এমপিওভুক্ত শিক্ষকরা এসব সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষক নেতারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন, সভা-সমাবেশ ও কুটনৈতিক তৎপরতা চালিয়েও কোনো প্রকার সুফল না পাওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের শিক্ষকদের নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আজ কর্মসূচির ষষ্ঠ দিনেও এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন। দিন বাড়ার সাথে সাথে শিক্ষকদের উপস্থিতিও বাড়ছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মহাজোটের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা গত ২৬ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরি। উক্ত সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়ার জন্য আমরা সরকারকে গত ২২ ফেব্রুয়ারি,২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিই। কিন্তু উক্ত সময়সীমার মধ্যে সরকার আমাদের যৌক্তিক দাবি বিবেচনায় না নেওয়ায় আমরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আজ আমাদের কর্মসূচির তৃতীয় দিনেও শিক্ষক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।’

মহাজোটের যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘ একটি স্বাধীন দেশে দুই ধরনের শিক্ষাব্যবস্থা থাকতে পারে না। আমরা এর অবসান চাই, এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীকরণ চাই। সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীকরণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা শিক্ষক সমাজ ঘরে ফিরে যাব না।’

মহাজোটের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের দাবি ন্যায্য। এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে কেবল শিক্ষকরা উপকৃত হবেন এমনটা নয়, সবচেয়ে বেশি উপকৃত হবে এদেশের খেটে খাওয়া ১৭ কোটি মানুষ। কারণ তাদের সন্তানেরা অল্প বেতনে পড়াশোনা করতে পারবে। তাই জনগণের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া জরুরি। সরকার শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে কালক্ষেপন করলে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করবো।’

 

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা দ ক সহ ২ ব্যবসায়ী গ্রে ফ তা র

ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া পূণ্য প্রভাতে দেবীকে আমন্ত্রণ

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া পূণ্য প্রভাতে দেবীকে আমন্ত্রণ

পুলিশের চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তার বদলি

ডেঙ্গু জ্বর হতে রক্ষা পাওয়ার আমল

ডোমারে লায়ন সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ৫৭ পৌরসভায় ভোটগ্রহণ

ডোমারে কিশোর-কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

তামাক কোম্পানির প্রলোভনে যুব সমাজ: মাদক বিরোধী প্রচারণায় এসপপিকের মানববন্ধন