মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লা জেলার হোমনা উপজেলাধীন আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের কৃতীসন্তান, মরহুম ওসমান গণি সরকারের কনিষ্ঠ ছেলে ও ডিআইজি মো. মাহবু্ব আলমের ছোট ভাই এসএম নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে যোগদান করেছেন৷ আজ শুক্রবার, তার ভগ্নিপতি সাংবাদিক মোরশিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এর আগে এসএম নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। মরহুম ওসমান গণি সরকারের ৪ছেলে ও ২ মেয়ের মধ্যে এসএম নজরুল ইসলাম ৫ম, বড় ভাই অ্যাড. আলী আশরাফ, জজ কোর্ট কুমিল্লা, ২য় মরহুম ডা. হানিফ কবির, (চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ছিলেন,) ৩য় ডিআইজি মো. মাহবুব আলম, বড় বোন হাসিনা বেগম গৃহিনী, ছোট বোন হেলেনা নার্গিস স্কুল শিক্ষক।
এসএম নজরুল ইসলাম সকলের নিকট দোয়া চেয়েছেন যাতে নতুন কর্মস্থলে গিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারেন।