
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
বিএনপি এবং জামাত জনগণের প্রতি আস্থা হারিয়ে ষ’ড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি-জামাত ঐক্যবদ্ধভাবে ২০০১ সালে ক্ষমতায় এসে গোটা বাংলাদেশে স’ন্ত্রাসের একটি দলমত তৈরি করেছে, বাং’লা ভা’ইয়ের উত্থান হয়েছে, গোটা বাংলাদেশে স্লোগান দিয়েছে আমরা হবো তা’লেবান, বাংলা হবে আফগান! এই শ্লোগান দিয়ে বাংলাদেশকে একটা স’ন্ত্রাসী রাষ্ট্রে সমস্ত কর্মকান্ড তৈরি করেছে। ২১ আগস্ট গ্রে’নেড হা’মলা হয়েছে, গোটা বাংলাদেশে এক সঙ্গে ৫৪০ টি জায়গায় ৬৪ টি জেলার মধ্যে ৬৩ জেলায় একসঙ্গে বো’মা বি’স্ফোরিত হয়েছে। প্রকাশ্যে অ’স্ত্র দিয়ে রাজশাহী অঞ্চলে, নাটোর অঞ্চলে, নওঁগা অঞ্চলে মিছিল করেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ)পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় আটোয়ারী উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসের শফিক, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য অ্যাডেভোকেট সফুরা বেগম রুমি, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে পাইলট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম ধাপের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।