জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ছাই হল এক দিন মজুরের বসতঘর।এসময় সঞ্চয়ের আশায় লালিত গোয়াল ঘরে থাকা ৩টি গরু পুড়ে অঙ্গার হয়ে যায়।এতে প্রায় ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার(২৭ ফেরুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশকাটা-পশ্চিম পাড়ার আইয়ুবের বসতঘরে এ ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্ত-আইয়ুব ওই এলাকার নাজেম উদ্দিন দুদু’র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান,পশ্চিম বড় ভেওলা আইয়ুবের বাড়ীতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট ছোট বসতঘরে আগুন লেগে তাৎক্ষণিকভাবে সব পুড়ে ছাই হয়ে যায়।এসময় বসত ঘরে লাগোয়া গোয়াল ঘরটিও একই ভাবে পুড়ে যায়।সেই সাথে তিনটি গরু পুড়ে অঙ্গার হয়ে যায়।কারণ বসতঘরের পাশে খড়ের গাদায় আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।কোন রকম বাড়ী থেকে লোকজনকে বের করে নিলেও গরুগুলো বের করার সুযোগ হয়নি।
তবে চকরিয়ার ফায়ার সার্ভিস কর্মীরা পৌছানোর পূর্ব মূহুর্তে সব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আইয়ুব বলেন, হঠাৎ আগুন লাগায় বাড়ী থেকে সামান্য কাপড়-চোপড় বের করা ছাড়া বাকী সব কিছু শেষ হয়ে গেছে।এতে আমার প্রায় ৮লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান বলেন,ঘরে আগুন লেগে দিনমজুর আইয়ূব সর্বসান্ত, এ বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ঘটনাসস্হল পরিদর্শন করে শুকনো খাবার ও শীতবস্ত্র দেওয়া হবে।এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।জেলা প্রশাসনের অনুদান পেলে তা ক্ষতিগ্রস্তকে দেওয়া হবে।