মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে কুমিল্লার হোমনায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে কুমিল্লা -২, হোমনা-তিতাস আসনের সংসদসদস্য সেলিমা আহমাদের উদ্যোগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা ও ‘বিজয়ের ৫০ বছর’ লেখা ব্যানার হাতে বিজয় র্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিবৃন্দ। র্যালিটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালি শুরুর প্রাক্কালে সেলিমা আহমাদ এমপি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আজ আমাদের শপথ নেওয়ার দিন। আমাদের শপথ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। পাকিস্তানের দোসররা যেন মাথাচাড়া দিতে না পারে, খুনি মোস্তাকের প্রেতাত্মা- যারা এখনও আনাচে-কানাচে ঘোরাফেরা করছে, তারা যেন সফল হতে না পারে। মহান মুক্তিযুদ্ধের শহিদদের রক্ত যেন বৃথা না যায়, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। ’
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস, যুবলীগ সভাপতি খন্দকার মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।