আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন শেষে নীলফামারীর ডোমারে দীর্ঘ একযুগ পর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি আসাদুজ্জামান চয়ন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও এমদাদুল হক মাসুমকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রোববার (১৫ আগস্ট) সন্ধায় ডোমার প্রেসক্লাব হলরুমে আহবায়ক কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও পূর্বের কমিটি নতুন করে কমিটি না করার কারণে গত ২ আগস্ট সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সকল সদস্যদের সম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি করল। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সভাপতি রুবেল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, অর্থ সম্পাদক রবিউল হক রতন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন রকি, প্রচার ও দপ্তর সম্পাদক এসকে হিমেলসহ কার্যকরী কমিটির ৭জন সদস্য নিয়ে মোট ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষণা করা হয়।