ক্রাইম পেট্রোল ডেস্ক: কেএমপি’র অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেট কারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে ০১ (এক) জনসহ সর্বমোট ০৬ (ছয়) জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোসাঃ রওশন আরা(৫০), স্বামী-মোঃ ইউসুফ আলী, সাং-কাশেম সরদারের নতুন বস্তি জোড়াগেট কাঁচাবাজার সংলগ্ন, থানা-খালিশপুর; ২) মোঃ জনি(২৮), পিতা-মোঃ রফিক, সাং-নয়াবাটি বড়বাড়ী, থানা-খালিশপুর; ৩) মোঃ হোসেন শেখ(৩২), পিতা-মৃত: নূর ইসলাম শেখ, সাং-আইচগাতী বসিরের মোড় সেনের বাজার, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-বয়রা আজিজের মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) আব্দুল্লাহ আলম মাসুদ(৩৫), পিতা-সরদার এম এ মানিক, সাং-রেলিগেট, থানা-দৌলতপুর; ৫) মোঃ আব্দুল হামিদ খান(৪২), পিতা-মৃত: সৈয়দ আলী খান, সাং-টুটপাড়া দারোগাপাড়া আজিজুর রহমান সড়ক, থানা-খুলনা, খুলনা মহানগরী’দের কে মহানগরীর খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৬) মোঃ নাজমুল ইসলাম(৩৭), পিতা-আঃ সালাম সরদার, সাং-কৃষ্ণনগর মোহাম্মদনগর, থানা-হরিণটানা, খুলনা মহানগরী’কে মাদক সেবন করার অপরাধে খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।