আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলা পুলিশ আয়োজিত কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার পেলেন সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আরমান আলী।
সংঘবদ্ধ ব্যাটারিচালিত ভ্যান গাড়ী চোর চক্রের মুল হোতাসহ চারজনকে গ্রেপ্তার, চোরাই চার্জার ও ভ্যান গাড়ী উদ্ধার করায় তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার ।
সোমবার বিকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।(জুন-২০২১) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার হিসাবে আরমান আলীসহ জেলার ১১ জন অফিসারকে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্ত অফিসারগণ হলেন, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ডোমার থানার টিআই মোকাররম হোসেন সরকার, জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বজলুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম, কিশোরগঞ্জ থানার এসআই রেজাউল ইসলাম,আক্কেল আলী, সদর থানার এসআই সমর চন্দ্র রায়, সৈয়পুর থানার এসআই ইন্দ্র মোহন রায়, জলঢাকা থানার এসআই মোস্তানছির বিল্লাহ।
এ ছাড়াও রেঞ্জ ডিআইজি অফিস রংপুর হতে জলঢাকা থানার এসআই উজ্জল শাহ্, সদর থানার এসআই ভূষণ চন্দ্র বর্মনকে পুরস্কার প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে ভার্চুয়ালি জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সভায় যোগ দেন।