আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলরফামারীর ডোমার উপজেলাসহ আশ পাশের এলাকায় গত ৫ দিন ধরে প্রচণ্ড শীতে মানুষসহ গবাদিপশু- পাখি কাতর হয়ে পড়েছে।
হিমেল বাতাস, মেঘাচ্ছন্ন আকাশ ঝিরঝির সিসির মানুষের চলাচল কাজকর্ম প্রায় বন্ধের দিকে ঠেলে দিয়েছে। দেশের উত্তরাঞ্চল সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে বিশেষ করে নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকার মানুষ গত কয়েক দিনের ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। দিনের তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রিতে উঠানামা করছে। শীতে ছিন্নমূল গরীব মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে। বোরোর ভরা মৌসুমে মানুষজন কাজকর্ম করতে পারছেনা। শীত এমনভাবে জেঁকে বসেছে যে কতদিন যে থাকবে তা বলা যাচ্ছেনা। এই রকম শীতে বয়স্ক মানুষসহ শিশুরা ঠান্ডাজনিত কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবহাওয়া বিভাগ হতে জানা গেছে শীত ও শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে এবং তাপমাত্রা কমতে পারে। অপরদিকে বিকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। ডোমারের আশেপাশের জায়গাগুলোতে নানা রকম শাক-সবজি চাষাবাদ হয়। শীতের কারণে তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকগণ। প্রচন্ড শীতের কারণে খেটে খাওয়া মানুষের দুঃখের সীমা নেই। অপরদিকে কয়েকদিন এ রকম শীত পড়লে ধানের বীজতলা নষ্ট হয়ে চরম ক্ষতি হতে পারে বলে এলাকার একাধিক কৃষক জানান।