crimepatrol24
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ১০টি ঘর সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার সকাল ৭টার সময় উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ভূমিহীনদের চাল, ডাল, শীতবস্ত্র সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয় বলে তারা জানান।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হামিদুল হক জানান, রোববার সকাল ৮টার দিকে চুলার আগুন থেকে শৈলকুপা ঝাউদিয়া ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে এ অগ্নিকাণ্ডে ভূমিহীন ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম শেখ, হানেফ শেখ, সিরাজ উদ্দিন, সাথী সহ ৮টি পরিবারের ৯টি ঘর, ঘরে রক্ষিত চাল, ডাল ও শীতবস্ত্রসহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়। এ ঘটনাই তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম জানান সকালের অগ্নিকাণ্ডে তারা এখন সহায়সম্বলহীন। তাদের শীতবস্ত্রসহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরন করেছেন বলে জানা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শৈলকুপার ঝাউদিয়া আবাসনে রোববার সকালে অগ্নিকাণ্ডে ভূমিহীনদের ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়