ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর শহর থেকে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ থানার আরাকোল গ্রামের সরফ উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার ঝিনাইদহ পুলিশ সুপারের অফিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বুধবার গভীর রাতে গোপনসুত্রে খবর পেয়ে মহেশপুর শহরের কলেজ বাসস্ট্যাণ্ডে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ৬২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়। সীমান্ত এলাকা থেকে এসব মাদক দ্রব্য ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। তবে এই কারবারের সঙ্গে জড়িত বাকী সদস্যদের পুলিশ গ্রেফতার করতে পারে নি। এ ব্যাপারে বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।