ক্রাইম পেট্রোল ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি ৬ দিনের সরকারি সফরে বুধবার লালমনিরহাট ও রংপুর যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সকালে প্লেনযোগে তিনি সৈয়দপুর পৌঁছাবেন। সড়ক পথে লালমনিরহাটের সার্কিট হাউজে যাবেন। ৬ দিনের সফরে জিএম কাদের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, লালমনিরহাট পৌরসভাস্থ উত্তর সাপ্টানা মদনের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। ২৬ অক্টোবর (সোমবার) একটি প্লেন যোগে তিনি ঢাকায় ফিরবেন।