জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুরামনকাঠি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০১ জন সদস্য মো. হোসেন আলী (২৪), পিতা- মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মুন্সী, সাং-পাঁচ কাউনিয়া, থানা- শালীখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী মাননীয় প্রধানমন্ত্রীর পিএসও-১, মো. সালাউদ্দিন আহম্মেদ এর পরিচয় দিয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এর নিকট হতে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। চক্রটি প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে জানা যায়। গ্রেফতার আসামীর দখল হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট সিম উদ্ধার করা হয়। পরবর্তীকালে উক্ত গ্রেফতার আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।