মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা পুত্র এরিক এরশাদ কে সঙ্গে নিয়ে রংপুরের পল্লী নিবাসে প্রবেশ করেছেন। সোমবার বেলা ১২টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সিলভার রঙের একটি কারে চড়ে পল্লী নিবাসে পৌঁছেন। এ সময় পল্লী-নিবাস এর ভেতরে এরশাদের ছবিতে চুমু দিয়ে কাঁদতে থাকেন এরিক। সাদা রঙের জামদানি শাড়ি পরিহিত বিদিশা এ সময় তাকে সান্ত্বনা দেন। পরে বিদিশা এরশাদের ছবির নিচে কিছুক্ষণ অপেক্ষা করে এরশাদ নির্মিত ভবনে প্রবেশ করেন। এদিকে বিদিশা ও এরিকের আগমন নিয়ে কেউ মুখ না খুললেও একটি সূত্র জানিয়েছে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এরিক এরশাদ রংপুরে তার মাকে সঙ্গে নিয়ে এসেছে। এসময় তাদের সঙেগ ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনা মন্ডলীর সদস্য এরিক এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাড. কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদ এর একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব, ডিএনএ এর মুখপাত্র মোস্তাফিজার রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা।