
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, সমাজ সেবা কর্মকর্তা ফিরিজুল ইসলাম মধু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যান্সার রোগী ১২জন, জন্মগত হৃদরোগী ১জন, স্ট্রোক ও প্যারালাইসিস রোগী ৫জন, লিভার সিরোসিস রোগী ১জন। মোট ১৯জন রোগাক্রান্ত ব্যক্তির মাঝে এককালীন ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।