আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলায় আরো ১৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭৫ জনে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ) সন্ধায় পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় ,পঞ্চগড় জেলার ৪১ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ১৪ জনের শরীরে নমুনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় ৩৭৫ জন আক্রান্তের মধ্যে সদরে ১৫৩ জন, বোদায় ৬১ জন, দেবীগঞ্জে ৮৪ জন আটোয়ারীতে ৪৪ জন,তেঁতুলিয়ায় ৩৩ জন এর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছেন।এ পর্যন্ত পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ৩৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত জেলায় মোট ২৪২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।