
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার কানাই লাল সরকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুরিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ শহিদুল ইসলাম(৩৫), পিতা-মৃতঃ রুস্তম আলী হাওলাদার, সাং-গোবরচাকা মধ্যপাড়া, নুরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ সোহেল শেখ(২৫), পিতা- মোঃ দবির শেখ, সাং-বালুহার, থানা-কোটালী পাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-রোড নং-১১৩, খানকা মসজিদের পাশে, মোঃ এনামুলের বাড়ির ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ৩) মোঃ মাসুম ব্যাপারী(২০), পিতা-মোঃ হাসু ব্যাপারী @হাসান ব্যাপারী, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিম পাড়, থানা-দৌলতপুর; ৪) আরিফ কাজী(১৯), পিতা-আমির চান কাজী, সাং-বি.কে. রায় রোড, জনতা ব্যাংকের গলি, শেখপাড়া, ঝুমুরের বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ মিলন খান(৩৬), পিতা-মোঃ বাচ্চু খান, সাং-বি.কে. রায় রোড, জনতা ব্যাংকের গলি শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মোঃ হাফিজ শেখ(২৩), পিতা-মোঃ হালিম শেখ, সাং-হাজী ইসমাইল ক্রস রোড, শেখপাড়া বাজার, রকি এন্টার প্রাইজ এর পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৭) মোঃ জুয়েল হাওলাদার(২৩), পিতা-মোঃ জাকির হাওলাদার, সাং-গাবতলা খেয়াঘাট, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন নং-১৫, থানা-মোরলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বাসা নং-৮/১৩, নাজিরঘাট মেইন রোড, নিরালা, মোঃ আলী আজগর শেখ এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেলদের কে খুলনা মহানগর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২২৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।