ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপিতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। গতকাল ১৫.০৭.২০২০ খ্রিঃ তারিখে কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা এর নির্দেশক্রমে করোনা আক্রান্ত ৩৮ জন পুলিশ সদস্যদের মাঝে ফলমূল বিতরণ করা হয়।
সূত্রে জানা গেছে এই ৩৮ জন পুলিশ সদস্য খুলনার বিভিন্ন ইউনিটে কর্মরত। তার মধ্যে ৩০ জন পুলিশ সদস্য বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনায় এবং ০৮ জন পুলিশ সদস্য নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেক সদস্যকে কেএমপি’র পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপেল, মাল্টা, আম, আনারস, পেয়ারা, কাগজী লেবু ও আঙুরসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদান করা হয়েছে।