ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপিতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। গতকাল ১৫.০৭.২০২০ খ্রিঃ তারিখে কেএমপি'র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা এর নির্দেশক্রমে করোনা আক্রান্ত ৩৮ জন পুলিশ সদস্যদের মাঝে ফলমূল বিতরণ করা হয়।
সূত্রে জানা গেছে এই ৩৮ জন পুলিশ সদস্য খুলনার বিভিন্ন ইউনিটে কর্মরত। তার মধ্যে ৩০ জন পুলিশ সদস্য বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনায় এবং ০৮ জন পুলিশ সদস্য নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেক সদস্যকে কেএমপি'র পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপেল, মাল্টা, আম, আনারস, পেয়ারা, কাগজী লেবু ও আঙুরসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।