
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আরও ৫ জনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ওই ৫ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৩৯ জন।
রবিবার (২৮ জুন) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নমুনা সংগ্রহের ২২ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৫ জন। তেঁতুলিয়ায় ১৪ জন, সদরে ৫২ জন, আটোয়ারীতে ১০ জন, বোদায় ১৪ জন দেবীগঞ্জে ৪৯ জন। নতুন শনাক্ত ৫ জনেই সদর থানার ।আক্রান্ত ব্যক্তিরা হলেন ১| মোঃ সামছুল হক( ৫২)কামাত পাড়া,২| দীন ইসলাম(৩৮) কামাত পাড়া, ৩|তাসকিন(৫) নারায়ণপুর,পন্ডিত পাড়া, ৪| মোঃ কায়সার হাবিব (৩০) রাজনগর বস্তি, ৫| লাইজু বেগম (৫২) রাজনগর বস্তি, এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সিভিল সার্জন ডা: ফজলুর রহমান রাতে নতুন ৫ জন করোনা পজেটিভ রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ জানান,এ পর্যন্ত জেলায় মোট ২১০৭ জনের নমুনা প্রেরণ করা হয়েছে, নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে ২০৪৫ জন, মোট করোনা শনাক্ত ১৩৯ জন, এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ২৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন, এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।