
মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন প্রশাসনসহ সাধারণ মানুষ। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার জন্য ২৪ মার্চ মঙ্গলবার থেকে বেলা ১ টার মধ্যে জগন্নাথপুর সদর বাজারসহ উপজেলার সকল হাট-বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন। তবে বেলা ১ টার মধ্যে জগন্নাথপুর সদর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ করা হলেও কিছু দোকানপাট খোলা ছিল। এ সময় দোকানপাট বন্ধ করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে দুটি পান দোকান ভাংচুর করা হয়েছে ও দোকান খোলা থাকায় বাজারে আসা উৎসুক জনতার ভীড় ছত্রভঙ্গ করতে লাঠি হাতে নিয়ে জনতাকে ধাওয়া করেন ইউএনও। এ সময় প্রাণভয়ে জনতা চারদিকে দৌড়ে পালিয়ে যান।