
অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস বর্তমান সময়ে একটি আল্লাহর গজবের নাম। দিন দিন এর তীব্রতা বেড়েই চলেছে। এ থেকে রক্ষা পেতে হলে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। নবিজি (সা.) মহামারি থেকে বাঁচতে বেশি বেশি করে এই দোয়া পড়তে বলেছেন। দোয়টি হল : আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্বাম। (আবু দাউদ)