
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি)পৌর সভার আর.ইউ.টি স্কুল মাঠ সংলগ্ন পানির পাম্প,সাতপোয়া গ্রামের পাকা রাস্তা,গ্রীন সিটি নির্মাণ,রাস্তা এবং আরামনগর বাজারের জলাবদ্ধতা নিরসনে প্রধান সড়ক থেকে সূবর্ণখালী নদীতে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।মুজিব বর্ষ উপলক্ষে পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় পৌর কাউন্সিলর সোহেল রানা,জহুরুল ইসলাম,সরিষাবাড়ী অর্নাস কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি আরিফুল ইসলামসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,জনপ্রতিনিধি,সুধিজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পৌর সভা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার আর.ইউ.টি স্কুল মাঠ সংলগ্ন পানির পাম্প প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এ ছাড়াও আর.ইউ.টি স্কুল হতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে সাতপোয়া গ্রামের পাকা রাস্তা নির্মান, পৌর সভার ধানাটা সূবর্ণ খালী নদীর পাড় দিয়ে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে গ্রীন সিটি নির্মাণ,রাস্তা এবং আরামনগর বাজারের জলাবদ্ধতা নিরসনে প্রধান সড়ক থেকে সূবর্ণখালী নদীতে ৪০ লক্ষ টাকা ব্যয়ে পাকা ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি পৌর সভার মেয়র রুকুনুজ্জামান রোকন।