
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : মুজিববর্ষে শপথ করি মাদক ও বাল্যবিয়েমুক্ত জেলা গড়ি” এই প্রতিপাদ্যে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সদর উপজেলার নির্বাহী অফিসার গোলাম রাব্বানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম),পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মো ইউসুফ আলী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেসী,সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মান্নাফ কবীর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহমুক্ত করার নিমিত্তে দেশ পরিচালনা করে চলেছেন। মুজিববর্ষে আমরা সকলে মিলে শপথ করি পঞ্চগড় জেলাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গঠন করব। আমরা যেখানেই এসব দেখব সেখানেই প্রতিরোধ গড়ে তুলব।