
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে হাইড্রলিক হর্ণ সহ এলইডি লাইট এর বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিকশা থেকে এলইডি লাইট অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন টি আই সালাহ উদ্দিন, হাসানুজ্জামান, কামাল হোসেন, মাজহারুল ইসলামসহ সদস্যবৃন্দ।
টি আই সালাহ উদ্দিন বলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান অব্যাহত রয়েছে।