মোঃ মেহেদী হাসান ফারুক, টাংগাইল (নাগরপুর) প্রতিনিধি :

টাংগাইলের নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর পাকুটিয়া বি সি আর জি ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাঝুটিয়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রাথুরা জনকল্যাণ ক্লাব ওপাছতাড়াইল উদয়ন ক্লাব।
খেলাটিতে রাথুরা জনকল্যাণ ক্লাব( ৩-২) গোলে পাছতাড়াইল উদয়ন ক্লাবকে পরাজিত করে বিজয়ী দল হিসেবে বিশাল গৌরব অর্জন করে রাথুরা জনকল্যাণ ক্লাব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা এম পি আহসানুল ইসলাম টিটু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন
ও পুরস্কার বিতরণ করেন।
এতে সভাপতিত্ব করেন পাকুুুুটিয়া ইউ পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও সঞ্চালনা করেন মাঝুটিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,ত্রান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, মোকনা ইউ পি চেয়ারম্যান আতোয়ার হোসেন কোকা,ভাদ্রা ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমান, দপ্তিয়র ইউ পি চেয়ারম্যান ফিরোজ সিদ্দিকী,পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম সহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।