
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রবাসে বসবাসরত স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর জনকল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর)দুপুরের দিকে জেলার শেখ কামাল স্টেডিয়ামে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি উত্তর আমেরিকা নিউইয়র্ক শাখার সভাপতি খতিব উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি উত্তর আমেরিকা নিউইয়র্ক শাখার সভাপতি খতিব উদ্দিন সরকার জানান, প্রবাসে বসবাসরত বৃহত্তর রংপুর অঞ্চলের প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির নিজেস্ব অর্থায়নে নীলফামারীর শীতার্ত পাঁচশত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রংপুর অঞ্চলের প্রত্যক জেলায় পাঁচশত পিস করে কম্বল বিতরণ করবে সংগঠনটি।