
পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। পরে পুঠিয়া উপজেলা শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
এছাড়াও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।


















