
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনা ও মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম। পরিস্থিতি এবার তাকে অনেকটা কঠোর নীতি অবলম্বন করতে বাধ্য করেছে। যদিও এর আগে তিনি মানুষকে বুঝিয়ে-সুজিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করে আসছিলেন।
প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার রাতে মেঘনা উপজেলার ভাটেরচর, মেঘনা চেকপোস্ট তদারকি করেন এবং রাত সাড়ে ১১ টায় নয়াকান্দারগাঁও মার্কেটে অভিযান পরিচালনা করার পরেও আজ রোববার সকাল ৬ টা থেকে হোমনা, দুলালপুর ও রামকৃষ্ণপুর বাজারে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু দোকান খোলা থাকতে দেখে সেগুলো তিনি বন্ধ করে দেন এবং কঠোরভাবে শাসিয়ে দেন । এছাড়া রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।
(হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম গণমাধ্যমকে জানান, আমি চেয়েছিলাম বুঝিয়ে-সুজিয়েই মানুষকে সচেতন করবো এবং ঘরে ফেরাবো। কিন্তু দুর্ভাগ্য, পরিস্থিতি আমাকে কঠোর হতে বাধ্য করেছে।
জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিম করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকেই মানুষকে সচেতন করতে এবং ঘরে ফেরাতে দিনরাত প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ।তার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।