মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অনুদান হিসেবে ১১টি স্টেইনলেস স্টীলের রোগীর শয্যা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে আজ রবিবার বেলা বারোটায় হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের উপযোগী এই শয্যাগুলো দেওয়া হয়। উপজেলা পরিষদ চেযারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা হাসপাতালে উপস্থিত থেকে এই শয্যাগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সঙ্গে সঙ্গে শয্যাগুলো রোগীদের ব্যবহারের জন্য বিছিয়েও দেওয়া হয়েছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. হক, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের সিএ মো. ইয়াসিন প্রমুখ।