মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ৫০০ পিস ই’য়াবা ট্যাবলেটসহ মো. আক্তার হোসেন (৩৫) নামের এক মা’দক কা’রবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটিকালমিনা গ্রামের উত্তরপাড়ার বাদশা মিয়ার বসতবাড়ির উঠান থেকে ৫০০ পিস ই’য়াবা ট্যাবলেটসহ হোমনা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আজিজুল বারী ইবনে জলিলের নেতৃত্বে এসআই আশেকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স এএসআই মাসুদ রানা ও কনস্টেবল সোলায়মান শিকদারের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো.আক্তার হোসেন উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামের মৃত জহর আলীর ছেলে।
হোমনা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আজিজুল বারি ইবনে জলিল বলেন, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।হোমনা থানার মামলা নং-২, তাং- ০৪/০৪/২০২২খ্রি.। আজ মঙ্গলবার তাকে কোর্টে চালান করা হয়েছে।