মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় চারটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডাকাতকে(৪৫) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। আজ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ খ্রি. ওসি মো. সাইফুল ইসলামের সার্বিক দিক নির্দশনা তত্ত্বাবধানে ঢাকার দনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হোমনা পৌরসভার লটিয়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কামাল ডাকাত ৪(চার)টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। আজ শুক্রবার, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঢাকার দনিয়া এলাকা থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে থানায় চারটি ডাকাতি মামলার ওয়ারেণ্ট রয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ৪ টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডাকাতকে ঢাকার দনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। আজ ২১ অক্টোবর, ২০২২ খ্রি. গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ‘এসপি স্যারের নির্দেশনা মোতাবেক হোমনাকে অপরাধমুক্ত রাখতে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও জুয়াড় সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
উল্লখ্য, ওসি মো. সাইফুল ইসলাম হোমনা থানায় যোগদানের পর একাধিক মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাস ও ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও, তিনি অনেকের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন।