
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় সরকারি আদেশ অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকা ও নারায়নগঞ্জ থেকে এসে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভুঁইয়া । এ সময় সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভুঁইয়া আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হোমনা উপজেলার ঘনিয়ারচর, দড়িচর, দুলালপুর, ঘারমোড়া, কাশিপুর, রঘুনাথপুর গ্রামে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য ভিজিট করেন।