
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে আবদুল কাদের (২২) নামের এক বখাটে যুবককে ২ মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে’ এর আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে এবং পেশায় সিএনজি চালক। ভিকটিম কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ।
জানা গেছে, বখাটে যুবক সিএনজি চালক আবদুল কাদিরের সঙ্গে শিবপুর গ্রামের স্কুল পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক হয় । বৃহস্পতিবার রাতে মেয়ের বাড়িতে গিয়ে ফোন করলে মেয়েটি ঘর থেকে বের হলে বখাটে কাদির তাকে হাতে ধরলে মেয়েটি চিৎকার করে । পরে চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে বখাটাকে উত্তম-মধ্যম দিয়ে থানায় খবর দেয় । পরে হোমনা থানার এস আই ইকবাল মনির সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সকালে ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকালে তাকে ইউএনও’র কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে তাকে ২ মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ জানান, ঘটনার খবর পেয়ে রাতেই অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে মেয়েসহ মেয়ের পরিবার থানায় এসে অভিযোগ দিলে আসামীকে মোবাইল কোর্টে হাজির করলে বিজ্ঞ কোর্ট আসামীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আগামীকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন , মেয়েকে হাত ধরে শ্লীলতাহানির চেষ্টার দায়ে বখাটে যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ।