মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ব্যবস্থাপক ও অফিসারের স্বাক্ষর জাল করে প্র’তারণার মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা চু’রির সময় ধাওয়া করে বিল্লাল নামের এক প্র’তারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় প্র’তারণা করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা দৌঁড়ে প্র’তারককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে সে তার নাম বিল্লাল এবং মাদারীপুর সদরের গুনসি গ্রামের রাঙা বেপারীর ছেলে বলে জানায়।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত একটি চক্র ব্যাংকের ব্যবস্থাপক ও রেমিটেন্স অফিসারের স্বাক্ষর এবং পেমেন্ট সিট জাল করে ট্রান্স ফাস্ট কোম্পানিার মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স চু’রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় প্র’তারণার মাধ্যমে রেমিটেন্সের পঁচানব্বই হাজার পাঁচশ টাকা চু’রির চেষ্টা করে। দুপুরে অন্যান্য গ্রাহকের ভিড়ের মধ্যে প্র’তারক বিল্লাল তাড়াহুড়ো করে পেমেন্ট সিটটি ক্যাশ কাউন্টারে জমা দেয়। সেটি ক্যাশিয়ার যাচাই বাছাই করে তার কাছে একটি গোপন নাম্বার জানতে চান। তখনই সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা প্র’তারক বিল্লালকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
এর আগে একই কায়দায় গত ১৮ মার্চ কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর অগ্রণী ব্যাংকের শাখা থেকে এই চক্রটি তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ’ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়। হোমনার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জাহাপুর শাখার কর্মকর্তাদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের দুই জন কর্মকর্তা তাদের ভিডিও ফুটেজসহ হোমনা থানায় এসে হাজির হন। আটক বিল্লালকে ওই চক্রের একজন হিসেবে তারা শনাক্ত করেন।
অগ্রণী ব্যাংক হোমনা শাখার ব্যবস্থাপক মো. শাহ সেলিম জানান, বিল্লাল নামে এই ব্যক্তি ভুয়া আইডি কার্ড, নাম্বার ও পেমেন্ট সিট তৈরি করে প্র’তারণার মাধ্যমে পঁচানব্বই হাজার পাঁচশ’ আশি টাকা উত্তোলনের চেষ্টা করে। ওই সময় ব্যাংকের ক্যশিয়ার সিটটি বিভিন্নভাবে পরীক্ষা করে সন্দেহ হলে তার কাছে গোপন নাম্বার জানতে চাইলে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই ব্যাংকে কর্মরত আনাসার সদস্য ও জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জাহাপুর শাখার সিনিয়র অফিসার মো. ওমর ফারুক জানান, ১৮ মার্চ তারিখে ৬-৭ জনের একটি চক্র তাদের শাখা থেকে একই কায়দায় তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ’ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই চক্রের একজন হোমনা শাখা থেকে প্র’তারণা করে টাকা চু’রির চেষ্টায় আটক এই বিল্লাল।
এ ব্যাপারে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অগ্রণী ব্যাংক থেকে আইডি কার্ড ও ব্যাংকের ব্যবস্থাপক এবং রেমিটেন্স অফিসারের স্বাক্ষর জা’ল করে টাকা চু’রির চেষ্টায় বিল্লাল নামে এক জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।