মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় মোবাইল কোর্টের অভিযানে অ’বৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগে অদুদ মিয়া নামের এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ জুন, ২০২৩ খ্রি. বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের ড্রেজার মালিক অদুদ মিয়াকে এ জরিমানা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে,উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে ড্রেজার দিয়ে মাট কাটার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের অদুদ মিয়া ড্রেজার মেশিন দিয়ে জমির মাটি কেটে নিচ্ছে। এসময় অদুদ মিয়াকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, ‘ড্রেজার দিয়ে অ’বৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’