
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এবং যানবাহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা নিয়ন্ত্রণে আজ সোমবার হোমনা উপজেলার পৌরসভা মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমন দে। এ সময় মুখে মাস্ক না পড়ায়, বাসে অধিক যাত্রী পরিবহণ করায় এবং অধিক ভাড়া আদায় করায় আটটি মামলায় মোট ৭,২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় সচেতনতার অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন (হোমনা-মেঘনা )সার্কেলের সিনিয়র এএসপি মো. ফজলুল করীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে জানান, পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।