আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আসাদপুর ও চান্দেরচর ইউনিয়নে বিশাল আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারমান মো. মহসীন সরকার, বিশিষ্ট শিল্পপতি মো. জহিরুল হক, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, রোস্তম আলম স্বপন, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম,ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, আবুল বাসার মোল্লা, মো.কামরুল ইসলাম, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূইয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশসহ কয়েক শতাধিক আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।