
ক্রাইম পেট্রোল ডেস্ক ঃ
কুমিল্লার হোমনায় চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রীকে গণ ধর্ষণ মামলার প্রধান আসামি জয়পুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল রানা(২২)কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার সকালে (৫ মার্চ) র্যাব -১১ এর বিশেষ টিম অভিযান চালিয়ে কুমিল্লার আলেখার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। । পরে হোমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে হোমনা থানা পুলিশ আসামি জুয়েল রানাকে আদালতে সোপর্দ করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ বলেন, আসামি বিজ্ঞ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কা:বি: ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি কুমিল্লার হোমনায় নেশাদ্রব্য খাইয়ে নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ২৯ ফেব্রুয়ারি শনিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার জয়পুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে জুযেল রানা(২২) মনির হোসেনের ছেলে আল-আমিন(১৯),বাবর আলীর ছেলে পারেভেজ মিয়া(১৯), জহিরুল ইসলামের ছেলে জিয়া((১৭), শাহ আলমের ছেলে জালাল উদ্দিন(১৭) কবির মিয়ার ছেলে সাকিব((১৭) ও মো. শাহিন মিয়ার ছেলে শাহপরান(১৭)কে আসামি করে ধর্ষণ মামলা করেন। হোমনা থানার মামলা নং-১৩। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।