![](https://crimepatrol24.com/wp-content/uploads/81269156_2448470882057504_7103187192398217216_n.jpg)
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হয়। আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, এস আই অহেদ মুরাদ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন। এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।